শিমুলিয়া ধর্মপল্লীতে মৃত আত্মার কল্যাণ কামনায় পর্ব দিবস উদযাপন
হে মানব তুমি ধুলি, ঝুলিতেই মিশে যাবে আদিপুস্তক (3:19)
শিমুলিয়া ধর্মপল্লীতে মৃত আত্মার কল্যাণ কামনার উদ্দেশ্যে সমাধি স্থান ফুল আলোক সজ্জা করণের মধ্য দিয়ে সমাধি স্থান সাজানো হয় এবং খ্রীষ্ট ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান উদযাপিত হয় ।
আজ শিমুলিয়া ধর্মপল্লীতে বিকাল চার ঘটিকার সময় মৃত আত্মার কল্যাণ কামনায় মহা খ্রীষ্ট যাগ অনুষ্ঠিত হয়। শিমুলিয়া ক্যাথলিক ধর্মপল্লীর প্রধান পুরোহিত রেভা: ফাদার বাবলু এবং সহকারী পালক পুরোহিত ফাদার রনি লাজার মন্ডল, সিস্টার গণ এবং ব্রাদার গণ উপস্থিত ছিলেন। প্রধান পুরোহিত রেভা: ফাদার বাবলু খ্রীষ্ট যাগ পরিচালনা করেন এবং শিমুলিয়া ধর্মপল্লীর প্রায় পনেরো শত খ্রীষ্টভক্ত গণ খ্রীষ্ট যাগে অংশগ্রহণ করেন।ফাদার বাবলু খ্রীষ্ট যাগে বিভিন্ন উপমার মধ্য দিয়ে তিনি মানুষের মৃত্যুর বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, একদিন আমাদের মৃত্যু হবে এবং মৃত্যুর পরে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করবো । আমাদেরকে এ পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন ভালো , কল্যাণ মূলক এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তাই আমাদের সবারই উচিত সৃষ্টিকর্তার উদ্দেশ্য সফল করা এবং তার ডাকে সাড়া দেবার জন্য প্রস্তুত থাকা। আমরা যদি ভালো কাজ করি তাহলে, আমরা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যাব এবং শেষ বিচারের দিন আমাদের আপন মৃত ব্যক্তিদের সাথে পুনর্জীবিত হবো।
সকলেরই একই স্থান এর দিকে এগিয়ে যাচ্ছে, সবকিছু ধুলা থেকে বের হয় সবকিছু ধুলোয় ফিরে যায় আদম সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী এবং পশুদের আত্মা ভূতলের দিকে অধোগামী এ কথা কে জানে? উপদেশক (3:20)
খ্রীষ্ট যাগের শেষ আশীর্বাদের মধ্য দিয়ে ফাদার বাবলু সরকার প্রত্যেক সমাধি স্থানে পবিত্র জলের আশীর্বাদ প্রদান করেন এবং খ্রীষ্ট ভক্তরা পারিবারিক আত্মীয়-স্বজনের সমাধি স্থানে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। পরে, খ্রীষ্ট ভক্তরা তাদের আত্মীয়-স্বজনের সমাধিতে মোমবাতি ও আগরবাতি প্রজ্বলিত করেন । খ্রীষ্ট ভক্তরা তাদের মৃত ব্যক্তির সমাধি স্থানে ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করেন।
শিমুলিয়া সমাধীকরন কমিটি আলোকসজ্জায় সহযোগিতা করেন এবং শিমুলিয়া সমাধিকরণ কমিটি এর সহযোগিতায় শিমুলিয়া নাভা কীর্তন সংঘ এর পরিচালনায় সন্ধ্যাকালীন ধর্মীয় কীর্তন গান ও সভা প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী হয়।
0 Comments