কুমড়ো চাষ করে বিশ্বরেকর্ড করল ইতালির চাষি

 

কুমড়ো চাষ করে বিশ্বরেকর্ড করল ইতালির চাষি

 

ইতালির একজন কৃষক কুমড়া চাষ করে গিনেস বুকে নাম লিখিয়েছেন।এই কুমড়োর ওজন প্রায়
সাড়ে সতেরো জন পূর্ণবয়স্ক মানুষের ওজনের সমান।

 

ইতালির রাজধানী ফ্লোরেন্স শিল্পে রেনেসাঁর কেন্দ্র হিসাবে সারা পৃথিবীর বিখ্যাত।এই বিশাল আকৃতির কুমড়োর ওজন ১ হাজার ২২৬ কেজি। অর্থাৎ ১ টনেরও বেশি।এতো বড়ো কুমড়ো চাষ করে ইতালির তাসক্যানির বাসিন্দা স্তেফানো কাতরুপি বিশ্ব রেকর্ড করেন এবং গিনেস বুকে নাম লিখান।

স্তেফোনা বলেন,এতো বড়ো কুমড়ো চাষ হয়েছে এটার কোনো গোপন মন্ত্র নেই। আমি এতো বড়ো কুমড়োটা দেখে প্রথমে বুঝতে পেরেছিলাম যে কুমড়োটার অনেক ওজন হবে।তবে কুমড়োটা যখন ট্রাকে তোলা হচ্ছিল তখন আমি কিছুটা টেনশনে ছিলাম।যতোক্ষণ পর্যন্ত কুমড়োটার ওজন করা হচ্ছে ততোক্ষণ কিছুই বোঝা যাচ্ছিল না যে কুমড়োটার ওজন বিশ্ব রেকর্ড হবে কি না।তবে কুমড়োটির ওজন ১হাজার ২২৬ কেজি হয়ে বিশ্ব রেকর্ড করে।

Post a Comment

0 Comments