মুক্তি প্রতীক্ষায়, হবে তাঁর আগমন



মুক্তি প্রতীক্ষায়, হবে তাঁর আগমন

 "হবে তাঁর আগমন, আমরা অনুক্ষণ রয়েছি প্রত্যাশায়, মুক্তি প্রতীক্ষায়, হবে তাঁর আগমন"। শীতের আবেশ গায়ে মাখার সাথে সাথে, বাঙালি হৃদয়ে ধ্বনিত হয় প্রভুর আগমন বার্তা। চারিদিকে সাজসাজ রব। পৃথিবী যেন এক নতুন সাজে সজ্জিত হয়, মুক্তিদাতার এ জন্ম তিথিতে। আধ্যাত্মিক ও বাহ্যিক প্রস্তুতির মধ্য দিয়ে আমরা প্রভুর আগমন প্রত্যাশায় থাকি। সকল দ্বন্দ্ব-কলহ রাগ অভিমান ভুলে গিয়ে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে প্রভুর এই জন্মতিথিতে মিলন ভ্রাতৃত্ব সমাজ গঠনের লক্ষে একসাথে কাজ করি। "মরু প্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে: তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখ, সোজা সরল করে তোল তার আসার পথ"।(মথি:৩:১-৩) নম্রতায় প্রভুকে হৃদয়ে ধারণ করি, ২০২১ সালের বড়দিন আমাদের জীবনে প্রভুর অপার মহিমা। তাই কৃতজ্ঞতা ভরা অন্তরে প্রভুকে ধন্যবাদ দিই ও নম্রতায় হৃদয়ের গোশালায় প্রভুকে ধারণ করি।

Post a Comment

0 Comments