ক্রিসমাস কেন এক্সমাস

    


ক্রিসমাস কেন এক্সমাস

 

খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিনে  খ্রিস্ট ধর্মাবলম্বী শান্তিপ্রিয় জীবন উজ্জ্বল হয়ে উঠুক, এই শিক্ষাই প্রদান করে।

 সংক্ষেপে এক্সমাস লেখার অভ্যাস অনেক মানুষেরই রয়েছে।  সর্বত্র এটি প্রচলিত নয়। অনেকে ধারণা করেন এই শব্দ সংক্ষেপ ব্যবহার ঠিক নয়। তবে আবার অনেকেই মনে করেন, ক্রিসমাসের উৎসবকে যাতে সব ধর্মের মানুষই আপন ভাবতে পারে সেই ভাবনা থেকেই এই এক্সমাস শব্দের উৎপত্তি। অনেকের ধারণা, এক্সমাসের ‘এক্স’ যীশুর ক্রসকে বোঝায়। বাস্তবে এই ধারণার কোন ভিত্তি নেই বলে দাবি করেন একটা অংশ। কারণ সেন্ট এন্ড্রুর ক্রুশ ‘এক্স’ এর মতো হলেও যীশু খ্রিস্টের ক্রসটি ছিল ইংরেজি অক্ষর ‘টি’ আকারের।  অনেক আগের খ্রিস্ট শিল্পকলায় ‘এক্স’ এবং ‘এক্স পি’ খৃষ্টের নামের সংক্ষেপ হিসেবে ব্যবহূত হয়েছে। নিউ টেস্টামেন্টের অনেক পান্ডুলিপিতে এক্স এসেছে খৃস্টস এর শব্দসংক্ষেপ হিসেবে ।


Post a Comment

0 Comments