খালের মধ্যে বেতের তৈরি চালুনি দিয়ে পাতা হল মাছ ধরার ফাদ

 


খালের মধ্যে বেতের তৈরি চালুনি দিয়ে পাতা হল মাছ ধরার ফাদ

খালের মধ্যে বেতের তৈরি চালুনি দিয়ে পাতা হল মাছ ধরার ফাদ মানুষ তার সৃষ্টির প্রথম থেকেই উদর পূর্তির জন্য লড়াই করে চলেছে। প্রথমে বনের ফল, মূল, পাতা, কাণ্ড, ফুল ইত্যাদি খেয়ে বাঁচত। 

পরে বনের পশু পাখি শিকার করত। তারও পরে আরম্ভ করে প্রকৃতির বিশাল জল সম্পদ থেকে মাছ শিকার করা। পৃথিবীর চার ভাগের তিন ভাগই জল। এর বাইরে মানুষের প্রয়োজেন নানা জলাশয়ের সৃষ্টিও হয়েছে।


বিশাল সমুদ্র থেকে শুরু করে নদ, নদী, খাল | যুগ যুগ ধরে মাছ অন্যান্য জলজ প্রাণীর সঙ্গে বংশ বিস্তার করতে থাকে। ছাড়া মানুষের প্রচেষ্টাতে মাছ বিভিন্ন জলাশয়ে পাওয়া যায়। নিজেদের খাবারের জন্য মাছ চাষকে জীবিকা হিসাবে ব্যবহার করে।

 বিভিন্ন শ্রেণির প্রাণীর বাঁচার তাগিদে সমস্ত জলাশয় থেকেই মাছ উত্পাদন  ধরা হয়। তাই আমাদের জীবনে মাছ একটি গুরুত্বপূর্ণ প্রাণী পণ্য। আর বাঙালির জীবনে তো কথাই নেই। কথায় বলেমাছে-ভাতে বাঙালি তাই মাছ সম্পর্কে আমাদের কিছু জানা খুব দরকার।


মাছ একটি প্রোটিন সমৃদ্ধ বা উত্কৃষ্ট আমিষ জাতীয় খাবার। বিশেষ করে যে মানুষেরা আমিষভোগী যাদের প্রধান খাদ্য ভাত তাদের কাছে খাদ্য হিসাবে খুব উপযোগী। মাছে শতকরা ১৫২৫ ভাগ প্রোটিন থাকে। এই প্রোটিন পুষ্টিকর সহজপাচ্য। মানুষের প্রয়োজনীয় উত্কৃষ্ট মানের অ্যামাইনো অ্যাসিডগুলির অধিকাংশই মাছ থেকে পাওয়া যায়।


প্রোটিন ছাড়াও দেহের পুষ্টির জন্য প্রয়োজনীয় অন্যান্য খাদ্য উপাদান থাকে। মাছে প্রচুর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ পদার্থ যেমনক্যালসিয়াম, আয়রন,  পটাশ ইত্যাদি পাওয়া যায়। মাছে বিদ্যমান ভিটামিনবিভীষণ উত্কৃষ্ট মানের। ছাড়া সামুদ্রিক  মাছের লিভার থেকে ভিটামিনবিসমৃদ্ধ তেল পাওয়া যায়। যার দেশে-বিদেশে ভীষণ চাহিদা যার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।


বহু সামুদ্রিক মাছ আছে যেগুলি মানুষ খায় না। সেগুলি বিভিন্ন প্রকার কাজে লাগানো যেতে পারে। যেমন — () এগুলোকে ছোট ছোট টুকরো করে গৃহপালিত মাংসাশী প্রাণীদের খাওয়ানো যেতে পারে। () এগুলো শুকিয়ে শুকিয়ে মাংসাশী প্রাণীদের খাবারের মান উত্কৃষ্ট করার জন্য মেশানো হয়। () গাছের জন্য উত্কৃষ্ট মানের সার তৈরিতে এগুলি কাজে লাগানো হয়।
 

Post a Comment

0 Comments