উইলিয়াম শেক্সপিয়ারের জীবন ও সাহিত্যকর্ম

                                      


  উইলিয়াম শেক্সপিয়ারের জীবন ও সাহিত্যকর্ম

উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের স্টাটফোর্ড  শহরে  1564 খ্রিস্টাব্দে 26 এপ্রিল একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। উইলিয়াম শেক্সপিয়ার এর পিতার নাম ছিল জন।  শেক্সপিয়র ছিলেন ক্যাথলিক ক্রিস্টিয়ান সম্প্রদায়ের মানুষ।


 তিনি বিবাহ  বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাথলিক সম্প্রদায়ের এক কন্যা রবার্ট আর্ডেনের মেয়েকে। তিনি ক্যাথলিক সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কারের পরিমণ্ডলে আবদ্ধ হয়ে মানুষ হয়েছেন।


 উইলিয়াম শেক্সপিয়ারের পিতা একজন পৌরসভার প্রধান ছিলেন। তার পিতা পৌরসভার প্রধান হলেও তাঁর পিতার কিছু গোচারণভূমি আর পশমের ব্যবসা ছিল ।শেক্সপিয়ারের আরও সাতজন ভাইবোন ছিল এদের মধ্যে দুই বোন অল্প বয়সেই লোকান্তরিত হয়।


 তিনি তার  শহরের গ্রামার স্কুলে লেখাপড়া শুরু করেন। স্কুলটি পরিচালিত  করতেন ক্যাথলিক চার্চের পুরোহিত  গণ । তিনি এখানেই ল্যাটিন ও গ্রিক ভাষা শিখেন। তিনি কখনও  বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা রাখেননি।


 তিনি পেত্রাক এর অনুকরণে সনেট রচনা করার প্রয়াস পেতেন  শেক্সপিয়র এই ধারাতে নিজেকে মিলিয়ে কবিতা রচনা শুরু করেন। তিনি প্রথম সনেট রচনা করেন তাঁর অনুপ্রেরণাদানকারী ছিল তাঁরই সহধর্মিনী অ্যান হ্যাথাওয়ে।তাঁর  স্ত্রী এ্যান  ছিলেন শহরের বাইরের অঞ্চলের এক কৃষকের কন্যা। শেক্সপিয়ারের সাথে ব্যবসায়িক সূত্রের মাধ্যমে তার পরিচয় ঘটে।


 30 বছর বয়সে শেক্সপিয়ার প্রথম কাব্যগ্রন্থ ভেনাস এন্ড অ্যাডোনিস   1593 প্রকাশিত হওয়ার পর তিনি লন্ডনের অভিজাত মহলে কবি হিসেবে বিখ্যাত হন। তিনি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ প্রকাশের পূর্বে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন লন্ডনের অভিজাত মহলের অভিনেতা  নাট্যকার এবং কবি হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন।


 তিনি 1584 থেকে 1585 খ্রিস্টাব্দের মধ্যে তরুণ নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন তার নাটকগুলো গ্লোব থিয়েটার খুবই সফলতার সাথে অভিনীত হয়। তার শ্রেষ্ঠ ট্রাজেডি গুলো রচিত হয় তার গ্লোব থিয়েটার হাজার  1613 সালে হঠাৎ করেই আগুন লেগে  বশীভূত হয়ে যায়। তিনি আবার ফিরে এসে নিরিবিলি জীবনযাপন করতে থাকেন 1616 খ্রিস্টাব্দের 23 এপ্রিল নাট্যকার মাত্র 52 বছর বয়সে দেহত্যাগ করেন


শেক্সপিয়র  নাটকগুলো রচনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে নানা প্রচলিত কাহিনী কিংবা ঐতিহাসিক বিভিন্ন ঘটনার আশ্রয় গ্রহণ করেছিলেন ।তার বিখ্যাত ট্রাজেডি নাটক ছিল  ওথেলো । নাটকের উৎস সম্পর্কে বিভিন্ন গবেষকগণ নানা ঐতিহাসিক ঘটনার সাথে এর সাদৃশ্য লক্ষ্য করলেও একটি বিষয়ে একমত যে এঘটনার উৎস হচ্ছে জেরাল্ড সিনথিওর হেকাটোমিথি  উপাখ্যান ।


Post a Comment

0 Comments