মুমিনুলের ইঙ্গিত কাল অভিষেক হবে মাহমুদুলের?

 

টেস্ট অধিনায়ক বলেছেন, উদ্বোধনী জুটির সমন্বয় ডানহাতি–বাঁহাতি হওয়ার সম্ভাবনাই বেশি।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভালো করেনি।
চট্টগ্রাম থেকে ফিরেই সাইফের টাইফয়েড হওয়ায় তিনি এখন দলের বাইরে। তাঁর জায়গায় ঢাকা টেস্টের জন্য দলে ডাকা হয়েছে মোহাম্মদ নাঈমকে।
দলে আগে থেকেই ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের ব্যাটসম্যান মাহমুদুল হাসান ছিলেন। চট্টগ্রামে তাঁর অভিষেক হয়নি। সাইফেই আস্থা রেখেছিলেন নির্বাচকেরা।
অধিনায়কের স্পষ্ট ইঙ্গিত উদ্বোধনী জুটির সমন্বয়টা ডানহাতি–বাঁহাতি হওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে মাহমুদুল ছাড়া দলে ইনিংস উদ্বোধন করার কেউ নেই।
দলীয় সূত্রে এর আগে ইঙ্গিত মিলেছিল সাদমানের সঙ্গে ঢাকা টেস্টে ইনিংসের গোড়াপত্তন করবেন নাজমুল। ১০ টেস্টের ক্যারিয়ারে কখনোই যিনি ওপেন করেননি, সেই নাজমুলের ‘উদ্বোধনী ব্যাটসম্যান’ হয়ে যাওয়ার মূল কারণ ছিল দলীয় কম্বিনেশন।
মুমিনুল নিজেই বলেছেন দলের সমন্বয়টা ৭ ব্যাটসম্যান আর ৪ বোলার হওয়ার সম্ভাবনার কথা। মাহমুদুল খেললে ইয়াসির আলীর বাদ পড়ার সম্ভাবনা থাকছে।
ঢাকার উইকেটে তাইজুল আর সাকিবের সঙ্গে যে মেহেদী হাসান মিরাজ থাকবেন—এটা মোটামুটি নিশ্চিত।

Post a Comment

0 Comments