সফল-কৃষি-উদ্যোক্তা , প্রায় ৭৫ বছর বয়সী লুচ্চান্ন বিশ্বাস

 

সফল-কৃষি-উদ্যোক্তা , প্রায় ৭৫ বছর বয়সী লুচ্চান্ন বিশ্বাস

ভাগ্য বিধাতা সর্বদাই কর্মঠ আর সাহসীদের পক্ষেই থাকেন। চিরন্তন এই বাণীকে প্রমাণ করে সফলতার সিঁড়িতে অগ্রসর হওয়ার দম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে চলছেন যশোর জেলায়, ঝিকরগাছা উপজেলার, শিমুলিয়া গ্রামের প্রায় ৭৫ বছর বয়সী লুচ্চান্ন বিশ্বাস।

দরিদ্র পরিবারেই জন্ম হওয়ায় তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন নি । দরিদ্র পরিবারে জন্ম হয়েছে বলেই মাটি নিবিড় টান ছেলে বেলা থেকেই শাক-সবজি গাছ-গাছালির প্রতি উদ্বুদ্ধ করেছিল নুচ্চান্ন বিশ্বাসকে। সেখান থেকেই তার পথ চলা শুরু হয়। প্রথম পর্যায়ে তিনি কাঠমিস্ত্রির কাজ করলেও পরবর্তীতে তিনি কৃষি কাজকে প্রাধান্য দেন। তিনি সবসময় ভিন্ন কিছু করার তাড়না অনুভব করতেন। এরই ফলশ্রুতিতে তিনি ধান চাষ শুরু করেন। প্রথম পর্যায়ে তেমন ভালো ফলন না হলেও তিনি ভেঙ্গে পড়েন নি।

পরবর্তীতে শ্রদ্ধেয় ফা: ভ্যালেরিয়ানো কব্বে (এস. এক্স.) ১৯৬২ সালে ৯ নভেম্বর বাংলাদেশে আসেন, কিছু দিন পর তিনি খ্রীষ্টিয় আধ্যাত্মিক ও আতঃমানবতার সেবার মূলমন্ত্র জীবনে গ্রহন করার মাধ্যমে যশোর জেলায়, ঝিকরগাছা উপজেলার, শিমুলিয়া ধর্মপল্লীতে আগমন করেন। তিনি কৃষকের দুঃখ দুর্দশার অবস্থা দেখে শিমুলিয়ায় মাটির বুকে সাতটি গভীর নলকূপ স্থাপন করে দরিদ্র কৃষকের জীবনে স্বয়ং সম্পূর্ণতা ফিরিয়ে আনেন। সমবায় সমিতির মাধ্যমে কৃষি জমিতে সেচ প্রকল্প শুরু করা হয়।

পরবর্তীতে ফাদার এর সহযোগিতায় লুচ্চান্ন বিশ্বাস ধান চাষে উদ্বুদ্ধ হন। ধীরে ধীরে তিনি সফলতার সু-উজ্জল দৃষ্টিভঙ্গি ফিরে পান। এরই ফলশ্রুতিতে তাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়েও প্রমাণ করে দিয়েছেন কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত।

বর্তমানে তার প্রায় কুড়ি বিঘার বেশি চাষযোগ্য ও বসতবাড়ির জমি রয়েছে। বর্তমানে তিনি কৃষি কাজের পাশাপাশি ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণের জন্য নিজস্ব জমিতে আম ও লিচু চাষ শুরু করেছেন। তার অধীনে বেকার দরিদ্রদের কাজের কর্মসংস্থান হয়েছে। প্রতিবছর তিনি তার জমি থেকে আর্থিক খাতে অবদান রাখছেন। তিনি চাষাবাদের পাশাপাশি বর্তমানে আমিষের চাহিদা পূরনের জন্যেও মাছের চাষ শুরু করছেন। তার বর্তমানে মাছ চাষের জন্য ঘের ও পুকুর আছে সেখানে তিনি মাছ চাষ করেছেন। তিনি প্রতিবছর এইসব খ্যাত থেকে জাতীয় আয় বৃদ্ধিতে অবদান রাখছেন ।

তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়েও প্রমাণ করে দিয়েছেন কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত। তিনি ঝুঁকি নিতে পছন্দ করেন। নিজের উদ্যম, সাহস ও সৃষ্টিশীলতা দিয়ে তৈরি করেন নতুন নতুন পথ চলা । বর্তমানে প্রায় ৭৫ বছর বয়সী লুচ্চান্ন বিশ্বাস সফল উদ্যোক্তা হিসেবে মানুষের মাঝে পরিচিত এক মুখ ।

Post a Comment

0 Comments